রাঙামা‌টির ৪৬২টি মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান

purabi burmese market

করোনা ভাইরাস পরিস্থিতিতে আর্থিক অসচ্ছলতা দূরীকরণ ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে রাঙামা‌টি জেলায় ৪৬২টি মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান হিসেবে ২৩ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (২২ মে ) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শারীরিক দূরত্ব বজায় রেখে সদর উপজেলার মসজিদের ইমাম ও পরিচালকদের হাতে এ অর্থ তুলে দি‌য়ে কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামা‌টি জেলা প্রশাসক এ কে এম মামুনুর র‌শিদ।

জেলা প্রশাসক জানান, পর্যায়ক্রমে রাঙামা‌টির সব উপজেলার মসজিদ কর্তৃপক্ষ পবিত্র ঈদুল ফিতরের আগেই বরাদ্দকৃত অর্থ সংশিষ্ট উপজেলা থেকে গ্রহণ করবেন।

জেলা প্রশাসন সূ্ত্রে জানা গেছে, করোনা ভাইরাস পরিস্থিতিতে আর্থিক অসচ্ছলতা দূরীকরণ ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙামা‌টি জেলার ১০টি উপজেলার ৪৬২টি মসজিদে ২৩ লাখ ১০ হাজার টাকা অনুদান দেন। যা জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ ইকবাল বাহার, এন‌ডি‌সি উত্তম কুমার দাশসহ রাঙামাটি সদ‌রের মসজিদগু‌লোর ঈমাম ও প‌রিচালক এসময় উপস্থিত ছিলেন।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।