রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে অস্ত্রসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী।
রবিবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার বাঘাইহাট জোনের মুশফিক আর্মি ক্যাম্পের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন বিনয় চাকমা, উনিল চাকমা, বিজয় চাকমা ও বিকাশ চাকমা।
এসময় তাদের কাছ থেকে দুটি এলজি, ৫ রাউন্ড গুলি, চাঁদার রশিদ বই, নগদ সাড়ে ৪ হাজার টাকা ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে। আটককৃতরা সবাই ইউপিডিএফ এর সক্রিয় সদস্য বলে জানা গেছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাফিল মজুমদার জানান, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মুশফিক আর্মি ক্যাম্পের সামনে থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।