রাঙামা‌টি‌তে অস্ত্রসহ না‌ছিম চাকমা আটক

purabi burmese market

রাঙামা‌টির কাউখালী‌ উপজেলায় অস্ত্রসহ না‌ছিম চাকমা না‌মে এক সন্ত্রাসী‌কে আটক ক‌রে‌ছে সেনাবা‌হিনী। গত শুক্রবার রা‌তে উপ‌জেলার ঘাগড়া ইউনিয়নে অব‌স্থিত আর্মি ক্যাম্পের চেকপোষ্ট এলাকায় সিএন‌জি‌তে তল্লাশীর সময় তা‌কে আটক করা হয়। আটক নাছিম চাকমা রাঙামাটি জেলা সদরের হাজাছড়া গ্রামের লক্ষীমোহন চাকমার ছেলে। ত‌বে, না‌ছিম চাকমা আঞ্চলিক কোন দ‌লের সমর্থক তার প‌রিচয় মি‌লে‌নি।

সুত্র থে‌কে জানা যায়, উপ‌জেলার ঘাগড়া ইউনিয়নে অব‌স্থিত আর্মি ক্যাম্পের চেকপোষ্ট এলাকায় সেনাবা‌হিনীর রু‌টিন মা‌ফিক সিএন‌জি‌তে তল্লাশীর সময় না‌ছিম চাকমার আচরনে স‌ন্দেহ হ‌লে তা‌কে গা‌ড়ি থে‌কে না‌মি‌য়ে তার দেহ তল্লাশী করা হয়। এসময় তল্লাশী ক‌রে ১টি পিস্তল, ৬ রাউন্ড গু‌লি, নগদ ১,৬৬০ টাকা ও ১টি মোবাইল ফোন পাওয়া গে‌লে তা‌কে আটক করা হয়। প‌রে তা‌কে কাউখালী থানা পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হয়।

কাউখালী থানার অফিসার্স ইনচার্জ মো: শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক না‌ছিম চাকমার বিরু‌দ্ধে আইনী ব্যবস্থা নেয়া হ‌চ্ছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।