রাঙামাটিতে আরেক নার্সের শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে। এ নিয়ে রাঙামাটি সদর হাসপাতালে দুই নার্সের শরীরে করোনা সনাক্ত হয়। তবে, প্রথম জনের দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ আসলেও পরের জনের প্রথম রিপোর্ট পজেটিভ আসে। রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিউটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা: মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা: মোস্তফা কামাল জানান, মঙ্গলবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের ব্রিফিং থেকে বিষয়টি আমরা নিশ্চিত হতে পেরেছি। তবে এখনো রিপোর্ট আমাদের হাতে এসে পৌছায়নি।
তিনি জানান, যে নার্স করোনা আক্রান্ত তিনি হোম আইসোলেশনে আছেন অাগে থেকেই। তবে তিনি সুস্থ্য আছেন। আগে আক্রান্ত নার্সের সংস্পর্শে যাওয়ার কারণে তিনি আক্রান্ত হয়েছেন।
প্রসঙ্গতঃ রাঙামাটিতে এ নিয়ে ৫ জনের শরীরে করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। প্রথম চারজনের শরীরে দ্বিতীয় দফার রিপোর্ট নেগেটিভ অাসে। পরে ওই চারজনের তৃতীয় দফায় নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।