রাঙামা‌টিতে এক‌দিনেই ৯ জন করোনায় আক্রান্ত

রাঙামা‌টিতে বাড়তে শুরু করেছে করোনা আক্রা‌ন্তের সংখ্যা। আজ বৃহস্পতিবার (১৪ মে) এক‌দি‌নেই সনাক্ত হন ৯ জন। এ নি‌য়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৪ জন। গত বুধবার রাত ১২টায় সব‌শেষ ৪ জন না‌র্সের রি‌পোর্ট প‌জে‌টিভ আসে ।

রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিউটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা: মোস্তফা কামাল বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

জানা গে‌ছে, গত বুধবার বি‌কে‌লে প্রথম দফায় নমুনা টে‌স্টে ৫ জনের শরীরে করোনা সনাক্ত হয়। তাদের মধ্যে দুইজন চি‌কিৎসক আছেন। অন্যদের ম‌ধ্যে বিলাইছ‌ড়ির ২ জন, রাজস্থলীর ১ জন। ওইদিন দ্বিতীয় দফায় রাত ১২টায় আরো ৪ জনের শরীরে করোনা সনাক্ত হয়, যা‌দের সবাই রাঙামা‌টি হাসপাতা‌লের নার্স।

NewsDetails_03

ডা: মোস্তফা কামাল জানান, বুধবার দুদফায় চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের ব্রিফিং থেকে বিষয়টি আমরা নিশ্চিত হতে পেরেছি। তা‌দের ম‌ধ্যে রাঙামা‌টি সদর হাসপাতা‌লের দুইজন ডাক্তার, ৪ জন নার্স র‌য়ে‌ছেন। অন্য‌দের ম‌ধ্যে বিলাইছ‌ড়ির ২ জন ও রাজস্থলীর ১ জন বা‌সিন্দা রয়েছে।

এনিয়ে রাঙ্গামাটিতে শিশু, চিকিৎসক, সেবিকাসহ দশজনের দেহে করোনা শনাক্ত হল। তবে প্রথমে শনাক্ত হওয়া চার জনের দ্বিতীয় দফা রিপোর্ট নেগেটিভ এসেছে। তা‌দের তৃতীয় রি‌পোর্ট পর্যন্ত অ‌পেক্ষায় থাক‌তে হ‌বে।

এক‌দি‌নে রাঙামা‌টি জেলায় ৯ জন ক‌রোনা রোগী সনাক্ত হওয়ায় স্থানীয়‌দের মা‌ঝে অাতংক বিরাজ কর‌ছে।

আরও পড়ুন