রাঙামাটিতে সাম্প্রতিক বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবার ও ৭টি প্রতিষ্ঠানের মাঝে সরকারি সহায়তা হিসেবে ৩৪ বান্ডিল ঢেউটিন এবং ৩ হাজার করে নগদ টাকা বিতরণ করা হয়েছে। রাঙামাটি সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার (৯জুন) সকালে সাড়ে ১০টার দিকে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে এসব ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়।
এ উপলক্ষে জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা উপমা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও প্রতিষ্ঠান প্রতিনিধির হাতে আনুষ্ঠানিকভাবে সরকারি সহায়তার এসব ঢেউটিন ও নগদ টাকা তুলে দেন।
এ সময় অন্যদের মধ্যে জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পন দেওয়ান প্রমূখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাঙামাটির পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবার ও ৭টি প্রতিষ্টানের মাঝে সরকারি সহায়তা হিসেবে ৩৪ বান্ডিল ঢেউটিন এবং তিন হাজার টাকা করে দেওয়া হয়।