রাঙামা‌টি‌তে পু‌লি‌শের অ‌ভিযা‌নে ২শত লিটার চোলাই মদসহ আটক ১

রাঙামা‌টি‌তে অ‌ভিযা‌ন চা‌লি‌য়ে ২০০ লিটার চোলাই মদসহ ১ নারী‌ মাদক ব্যবসায়ী‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সা‌ড়ে ১২টার দি‌কে কাপ্তাই উপ‌জেলার রাইখালী ইউ‌নিয়‌নের ডলুছড়ি এলাকার আনু মারমার বা‌ড়ির সাম‌নে থে‌কে মনু‌চিং মারমা না‌মে ওই মাদক ব্যবসায়ী‌কে অাটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪০টি পলিপ্যাকে ২০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

NewsDetails_03

পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে বিপুল পরিমাণ এই চোলাই মদ চট্টগ্রা‌মে বিক্রির জন্য নিয়ে যাওয়ার প্রস্তু‌তি নি‌চ্ছিল মনু‌চিং মারমা। গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্র‌ঘোনা থানার পুলিশের একটি টিম ডলুছড়ি এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে আনু মারমার বা‌ড়ির সাম‌নে পা‌নির ছড়ার পাশ থে‌কে মাদক ব্যবসায়ী মনু‌চিং মারমা‌কে গ্রেফতার ক‌রে। এ সময় তার কাছ থেকে ৪৪টি পলিপ্যাকে ২০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, চোলাই মদসহ আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন