রাঙামাটি শহরের ১৪৫ জন ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দেওয়া হয়েছে।
সোমবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ইসলামি ফাউন্ডেশনের সহযোগিতায় কোর্ট বিল্ডিং কালেক্টরেক্ট মসজিদে এ উপহার দেওয়া হয়।জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর এ উপহার বিতরণ করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী, এনডিসি মোঃ বোরহান উদ্দিন মিঠু, ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোঃ ইকবাল বাহার চৌধুরী, জেলা ইমাম সমিতির সভাপতি ক্বারী মোঃ ওসমান গনি চৌধুরী উপস্থিত ছিলেন।
জানা যায়, পবিত্র রমজান ও করোনা উপলক্ষে রাঙামাটি পৌরসভা ও সদর উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ১৪৫ জন ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন, প্রায় ১৪৫ শতাধিক ইমাম ও মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল লবনসহ অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছে।