রাঙামাটি সদরে করোনা ভাইরাস প্রাদূর্ভাবের কারনে ক্ষতিগ্রস্থ অসহায়, প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে রাঙ্গামাটি সদর উপজেলার ১৫ জন প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী (চাল, ডাল, তৈল, নুডলস, লবণ ও চিনি) বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা এসব খাদ্য সহায়তা বিতরণ করেন। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা অাব্দুর রশিদ উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজ সেবা অফিস সুত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্ধ, পঙ্গু ও প্রতিবন্ধীদের বাচাই করে ১৫ জনের মাঝে সমাজ সেবা অধিদপ্তর থেকে তাদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।