রাঙামা‌টি‌তে শিল্পী কলাকুশলীদের মা‌ঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

NewsDetails_01

করোনাকালে ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটির ১১৬ জন শিল্পী ও কলাকুশলীর মা‌ঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্র‌ত্যেক‌কে ১০ হাজার টাকার চেক তুলে দেন রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।

NewsDetails_03

এময় জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, করোনার কারণে যে সব শিল্পীরা কর্মহীন হয়ে পড়ছিল, তা‌দের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদান দেওয়া হয়েছে। তারই অংশ হি‌সে‌বে আজ রাঙামা‌টি‌র ১১৬ শিল্পী ও কলাকুশলীর মা‌ঝে এ অনুদা‌নের চেক বিতরন করা হ‌য়ে‌ছে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন