রাঙামাটিতে শ্লীলতাহানির অভিযোগে যুবক আটক
রাঙামাটিতে শ্লীলতাহানির অভিযোগে শরীফুল ইসলাম নামে (১৯) এক যুবককে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। গত শনিবার (০৭ নভেম্বর) বিকেলে ওই স্কুলছাত্রীর বাবা থানায় অভিযোগ করলে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। গ্রেফতার শরিফুল ইসলাম কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের সাপনালা পাড়ার মৃত আবুল কালামের ছেলে।

জানা গেছে, অাসামী শরিফুল ইসলাম প্রায় বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ে ১০ শ্রেনীতে পড়ুয়া ওই ছাত্রীকে পথে-ঘাটে যেখানেই দেখতো শ্লীলতাহানির চেষ্টা করতো। পরে ওই ছাত্রীর পিতা শরিফুলকে অভিযুক্ত করে কাউখালী থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে শরিফুলকে অাটক করা হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ওই স্কুলছাত্রীর বাবার অভিযোগে ভিত্তিতে শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের সোপর্দ করা হবে।