রাঙামা‌টিতে সন্ত্রাসীদের গুলিতে কার্বারী নিহত

NewsDetails_01

রাঙামা‌টির জুরাছ‌ড়ি উপজেলার লুলাংছ‌ড়ি পাড়ায় আজ র‌বিবার (১৩জুন) রাত ৯টার দি‌কে সন্ত্রাসীদের গুলিতে পার্থ মণি চাকমা (৫৪) নামে এক কার্বারী নিহত হয়েছেন।

র‌বিবার রাতে লুলাংছ‌ড়ি পাড়ায় নি‌জের বাসার উ‌ঠানে অবস্থান নিচ্ছিলেন পার্থ মণি চাকমা। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাকে এলোপাথারি গুলি ছুড়ে পালিয়ে যায়। এ‌তে ঘটনাস্থ‌লেই মৃত্যু হয় তার।

NewsDetails_03

এদিকে কে বা কারা গুলি করেছে এ বিষয়ে জানা না গে‌লেও, নিহত পার্থ ম‌নি চাকমা অাঞ্চলিক কোন দ‌লের সমর্থক ছি‌লেন না ব‌লে স্থানীয় সু‌ত্রে জানা গে‌ছে।

জুরাছ‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌ফিউল অাজম ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থ‌লে রওনা দি‌য়ে‌ছেন।

আরও পড়ুন