রাঙামা‌টি‌তে সন্ত্রাসী‌দের গু‌লি‌তে জেএসএস কর্মী নিহত

রাঙামাটির কাপ্তাই‌য়ে সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশফায়ারে এক পাহাড়ী যুবক নিহত হয়েছেন। নিহ‌তের নাম বসন্ত তঞ্চঙ্গ্যা ওরফে দুর্জয় (৩৫)। নিহত বসন্ত তঞ্চঙ্গ্যা ভাড়ায় মোটরসাই‌কেল চালা‌নোর পাশাপা‌শি জেএসএস (সন্তু লারমা) দলের চাঁদা কা‌লেকট‌রের দা‌য়িত্ব পালন কর‌তেন।

র‌বিবার সকা‌ল সা‌ড়ে ৭টায় উপজেলার রাইখালীর কারিগর পাড়ায় এ ঘটনা ঘ‌টে।

নিহত বসন্ত তঞ্চঙ্গ্যা রাইখালীর ভালুকিয়া পাড়ার মৃত শশধর তঞ্চঙ্গ্যার ছেলে। সে পেশায় একজন মোটরসাইকেল চালক। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পু‌লিশ সু‌ত্রে জানা যায়, কাপ্তাই উপজেলার রাইখালীর কারিগর পাড়ায় রাইখালীর বালুতলি থেকে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে কারিগর পাড়া এলাকায় পৌঁছা‌লে অজ্ঞাত ৩ জন সন্ত্রাসীর গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় বসন্ত তঞ্চঙ্গ্যা ওরফে প্রকাশ দূর্জয়।

স্থানীয় সূত্র জানায়, নিহত বসন্ত তঞ্চঙ্গ্যা ভাড়ায় মোটরসাই‌কেল চালা‌নোর পাশাপা‌শি জেএসএস (সন্তু লারমা) দলের চাঁদা কা‌লেকট‌রের দা‌য়িত্ব পালন কর‌তেন। অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হত্যাকান্ড হ‌তে পা‌রে ব‌লে স্থানীয়‌দের ধারণা। এলাকা‌টি‌তে জেএসএস ( সংস্কার) না‌মে আরো এক‌টি আঞ্চলিক দ‌লের আধিপত্য র‌য়ে‌ছে ব‌লে সুত্র থে‌কে জানা গে‌ছে।

ঘটনার সত্যতা স্বীকার ক‌রে চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বসন্ত তঞ্চঙ্গ্যার লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়ে‌ছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।