রাঙামাটিতে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইমামদের করণীয় শীর্ষক সভা
রাঙামাটি জেলার ইমামদের নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ
বৃহস্পতিবার (২৪জুন) সকাল সাড়ে ১০টার দিকে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলার আয়োজনে নিজস্ব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটির উপ পরিচালক মো. ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মীর মোদদাচ্ছের হোসেন, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, জেলা ইমাম সমিতির সভাপতি কারী মোঃ ওসমান গনি চৌধুরী প্রমূখ।
সভায় বক্তারা বলেন, সমাজকে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকমুক্ত করতে হলে ইমামদের ভূমিকা রাখতে হবে। ইমামদের কথা সবাই শোনে এবং তাদের কথার গুরুত্ব দেয় সাধারণ মানুষ। তাই জুমার খুতবায় ইমামদেরকে এসব বিষয়ে মুসল্লিদের সতর্ক করতে হবে। পরে ইমামদের সম্মেলন ও সনদ বিতরণ করা হয়।