রাঙামাটিতে অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে কাউখালি উপজেলার উত্তর মাঝেরপাড়া এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- সাইমন মারমা (২১),মংসাচিং মারমা (২০), মংমং মারমা (২০)। আটককৃতরা কাউখালী উপজেলার হারাঙ্গীপাড়ার বাসিন্দা বলে জানা যায়।

জানা গেছে, ৬ সদস্যের ডাকাত দল উপজেলার উত্তর মাঝেরপাড়া এলাকার বাসিন্দা থুইচামং মারমার বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার করলে ৩ ডাকাত পালিয়ে যায়। স্থানীয়রা একত্রিত হয়ে অপর তিন ডাকাতকে ধরে ফেলে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
কাউখালি থানার ওসি মোঃ শহীদ উল্লাহ জানিয়েছেন, আসামীদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। অন্য তিনজনকে ধরার চেষ্টা চলছে।