একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছরপূর্তিতে দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। আজ বুধবার (৫ জানুয়ারী) বেলা ১১টায় এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দিপু, বিএনপি নেতা এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, রাঙামাটি জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগ করা উচিত। তা না হলে দেশে গণতন্ত্র ফিরে পাবেনা। তারা অবিলম্বে এ সরকারের পদত্যাগ দাবি করেন। তারা বলেন, অবৈধ ও অথর্ব রাষ্ট্রপতির নির্বাচনী সংলাপ একটি প্রহসন ছাড়া আর কিছু নয়।
বক্তারা আরো বলেন, অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ সংবিধানকে তছনছ করেছে। এ সরকার আর ক্ষমতায় থাকলে দেশ ধ্বংসের শেষ প্রান্তে চলে যাবে।