পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আজ (বুধবার) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, ঈদে মিলাদুন্নবী মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ দিন। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কঠোর পরিশ্রম করে ইসলাম প্রতিষ্ঠা করেন।
তিনি বলেন, বিদায় হজের ভাষণ মানবজাতির জন্য চিরকালীন আলোর দিশারি হয়ে থাকবে। তাঁর আদর্শ অনুসরণ ও অনুকরণ করলে মানুষের জীবন অনেক পরিবর্তন হতো। জেলা প্রশাসক বলেন, তাঁর আদর্শ নিয়ে আমাদের সামনে এগুতে হবে এবং চর্চা করতে হবে। ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শিক্ষা সমগ্র মানব জাতির জন্য অনুসরণীয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, পার্বত্য চট্টগ্রাম অাঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, জেলা প্রশাসনের কর্মকর্তা, মসজিদের ইমামসহ মুসল্লীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।