রাঙামাটি পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের আসলে সব নির্বাচনই সুন্দর ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি পৌর নির্বাচনেও সে ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তাই নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজনীয়তা দেখছি না।
আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষনাকালে তিনি এসব কথা বলেন। আগামী ১৪ ফেব্রুয়ারী রাঙামাটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
পৌর নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বর্তমান মেয়র অাকবর বলেন, পৌর এলাকা সমূহে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি পৌরবাসির জন্য ভবিষ্যত পরিকল্পনা হিসেবে ১৯টি ইশতেহার নিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করছি।
তিনি অসমাপ্ত কার্যক্রম বাস্তবায়নসহ পর্যটন নগরীর সৌর্ন্দয্য বর্ধন করণ, নিন্ম আয়ের মানুষের ফ্রি চিকিৎসা ক্যাম্প, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় আশ্রয়কেন্দ্র স্থাপন, আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র চালু, মাদকমুক্ত শহর, বৃক্ষরোপনের মাধ্যমে শহরকে সবুজায়নসহ পর্যটন শহরটিকে আরোও অধিক সুন্দর এবং বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আসন্ন পৌরনির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় মেয়র হিসেবে নির্বাচিত করে জনগণের সেবা প্রদানে সুযোগ দেওয়ার আহবান জানান।
এসময় রাঙামাটি জেলা আ’লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, হাজী কামাল উদ্দীন, সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর, পৌর আ’লীগের সভাপতি মো. সোলায়মান, সাধারন সম্পাদক মনসুর আলীসহ নেতাকর্মী ও জেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দগণ উপস্থিত ছিলেন।