রাঙামা‌টি সদর ও না‌নিয়ারচরে নৌকা পেলেন যারা

NewsDetails_01

চতুর্থ ধাপে রাঙামা‌টি সদর উপজেলার ছয়টি ও না‌নিয়ারচরের দুইটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

গত মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

NewsDetails_03

রাঙামা‌টি সদ‌রের ৬টি ইউনিয়নে নৌকা প্রতীক মনোনয়নপ্রাপ্তরা হলেন, জীবতলী ইউনিয়নে যতীন চন্দ্র তংচঙ্গা, বালুখালী ইউনিয়নে অমর কুমার চাকমা, মগবান ইউনিয়নে বি‌নিময় চাকমা, সাপছ‌ড়ি ইউনিয়নে মোস্তা‌ফিজুর রহমান, কুতুকছ‌ড়ি ইউনিয়নে সন্টু বিকাশ চাকমা, বন্দুভাঙ্গা ইউনিয়নের ‌ত্রি‌তোষ চাকমা।

না‌নিয়ারচ‌র উপ‌জেলার না‌নিয়ারচর ইউনিয়নে দর্শন চাকমা, বু‌ড়িঘাট ইউনিয়‌নে মোঃ আব্দুল ওহাব হাওলাদার। রাঙামা‌টি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর এ তথ্য নিশ্চিত করেছেন।

চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর রাঙামা‌টি সদর উপজেলার ছয় ইউনিয়ন, না‌নিয়ারচর উপজেলার দুইটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন