রাঙ্গামাটির লংগদু উপজেলায় অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফের এক কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। আটক কমল ধন চাকমা (৪০) উপজেলার মধ্যম খাড়িকাটা এলাকার শুয়েস চাকমার ছেলে।
রবিবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধনপুদি বাজার এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এসময় একটি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি, চারটি মোবাইল, নগদ ১০ হাজার টাকা ও চাঁদা সংগ্রহের রশিদবইসহ কমলধন চাকমাকে আটক করা হয়।
এই ব্যাপারে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, আটককৃত কমলধন চাকমা আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র শাখার সদস্য বলে জানা গেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘আমরাও বিষয়টি শুনেছি। আটক কমলধন চাকমা আমাদের সাবেক কর্মী। তিনি বর্তমানে সংগঠনের সঙ্গে জড়িত নয়।’