রাঙ্গামাটিতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলায় সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর দুই সক্রিয় সন্ত্রাসীকে অস্ত্র ও ওয়াকিটকি সহ আটক করা হয়েছে।

রাঙামাটি সেনা রিজিয়নের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। গত শনিবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগাছড়ি এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে সেনাবাহিনী তল্লাশি অভিযান পরিচালনা করে।

NewsDetails_03

সেনাদের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে, সেনারা দ্রুত তাদের ধরে ফেলেন। আটককৃতদের মধ্যে রয়েছেন ইউপিডিএফ’র পোস্ট কমান্ডার কার্মা চাকমা ও তার সহযোগী লেলিন চাকমা।

তল্লাশির সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি সেট, দুটি মোবাইল ফোন এবং দুইটি চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়, পার্বত্য চট্টগ্রামের জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় প্রস্তুত।

আরও পড়ুন