রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলাধীন ৬নং মাইনীমূখ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী আব্দুল আলী (নৌকা মার্কা) এর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তিন নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে। তারা হলেন লংগদু উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, ত্রানও সমাজ কল্যান বিষয়ক মোহাম্মদ সালাম খান, সদস্য মোঃ গাউস আলী।
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর বলেন, উপ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ার কারণে উক্ত নেতৃবৃন্দকে দলীয় সকল পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত তারা আওয়ামী লীগের দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন।