রাঙ্গামাটিতে কারেন্ট জাল, ফিশিং বোট জব্দ

NewsDetails_01

রাঙামাটিতে আটক ফিশিং বোট
গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ কারেন্ট জাল বসিয়ে মাছ ধরার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ১৬ ব্যাটেলিয়ন আনসারের একটি টিম। গত শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত এই অভিযানে মাছ ধরার জন্য বসানো নিষিদ্ধ ৩টি কারেন্ট জাল, ১৩ ফিশিং বোট জব্দ করা হয়। আটককৃত মালামালের মুল্য প্রায় ২০ লক্ষ টাকা। তবে, অভিযানে কাউকে আটক করা যায়নি। বরকল উপজেলার সুবলং ইউনিয়নে হাজাছড়ার নালারমুখ নামক স্থানে এই অভিযান চালানো হয়।
হাজাছড়া ১৬ আনসার ব্যাটেলিয়নের বিকিউএম সিরাজুল ইসলাম জানান, জেলে সম্প্রদায়ের স্থানীয় কিছু লোক বরকল উপজেলার সুবলং ইউনিয়নে হাজাছড়ার নালারমুখ নামক স্থানে নিষিদ্ধ কারেন্ট জাল বসিয়ে দীর্ঘদিন ধরে মাছ ধরছিল। ওই জাল বসানোয় বিভিন্ন প্রজাতির মাছের পাশাপাশি রেনু মাছও ধ্বংস হচ্ছিল। খবর পেয়ে ১৬ আনসার ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার মুজিবুল হকের নির্দেশে ঐ স্থানে অভিযান চালানো হয় । এ সময় ৩টি কারেন্ট জাল, ১৩টি ফিশিং বোট জব্দ আটক করা হয়। তবে, অভিযানে খবর পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। আজ রবিবার সকালে আটককৃত মালামাল স্থানীয় বিএফডিসির কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন