রাঙ্গামাটিতে চাঁদাবাজ আটক

NewsDetails_01

রাঙামাটিতে আটক শহিদুল্লাহ কাজল
রাঙ্গামাটি শহরে অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে শহিদুল্লাহ কাজল নামের এক ব্যবসায়ীকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত বৃহস্পতিবার দুপুরে শহরের টিএন্ডটি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শহিদুল্লাহ কাজল (৫১) রাঙ্গামাটি শহরের কে কে রায় সড়কের বাসিন্দা। তিনি কাঠ ব্যবসার সাথে জড়িত।
আইনশৃঙ্খলা বাহিনী সুত্রে জানা গেছে, আটক কাজল দীর্ঘদিন ধরে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর পক্ষে চাঁদা আদায় করতেন। উত্তোলিত চাঁদার টাকা ইউপিডিএফ নেতা অর্কিড চাকমা ও কুনেন্টু চাকমার নিকট পৌছে দিত। এনিয়ে ভ্ক্তুভোগীরা নিরাপত্তা বাহিনীকে অভিযোগ জানালে, নিরাপত্তা বাহিনী পরবর্তীতে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযান পরিচালনা করে কাজলকে আটক করে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মীর জাহেদুল হক রনি জানিয়েছেন, আটক কাজলের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আরও পড়ুন