রাঙ্গামাটিতে জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

NewsDetails_01

রাঙ্গামাটিতে জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবসে প্রধান অতিথি সংসদ সদস্য দীপংকর তালুকদার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাঙ্গামাটিতে দিবসটি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের প্রাঙ্গণে আনন্দ র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য দীপংকর তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর, সিভির সার্জন শহীদ তালুকদার, রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ টিপু সুলতান, প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসাইন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, এ সময় ডাঃ এম, এ,হাই, ডাঃ শওকত আকবর খানসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন