ম্যাচ শেষে জেলা পরিষদের সদস্য ত্রিদিব কান্তি দাশ প্রধান অতিথি হিসেবে বিজয়ী এবং বিজীতদের মাঝে পুরষ্কার বিতরন করেন। এর আগে বক্তব্যে প্রধান অতিথি ত্রিদিব কান্তি দাশ বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। এ দুটোর মাধ্যমেও সাফল্যের শীর্ষে যাওয়া সম্ভব, যদি পরিশ্রম ও একাগ্রতা থাকে। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে মাশরাফীর প্রসঙ্গ টেনে এনে বলেন, একজন ক্রিকেটার মাশরাফী এখন সংসদ সদস্যও। তাঁর কাধে এখন দেশ চালানোর ভারও চলে এসেছে। সুতরাং সাফল্য পেতে হলে, পরিশ্রমের বিকল্প নেই।
এদিন পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সদস্য আহমেদ হুমায়ুন কবির, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হান্নান, ক্রিকেট কোচ আব্দুল করিম লালু, ক্রীড়া সংগঠক আব্দুল গফুর উপস্থিত ছিলেন।