রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মালবাহী ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত হয়েছে, এই ঘটনায় আহত হয়েছে ২জন । আজ বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন, নোচান চাকমা (৪৫), নিবারণ চাকমা (৩২) এবং লেত্তোউদো (৩৫)।
আহতরা হলেন, সুমন চাকমা (২৭) ও সোহেল চাকমা (৩২)।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, কজইছড়ি সীমান্ত সড়ক থেকে কাঠ বোঝাই ৬ চাকার একটি ট্রাক্টর বাঘাইছড়ি উপজেলা সদরের দিকে যাচ্ছিল। পথে আর্যপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাঘাইছড়ি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।