রাঙ্গামাটিতে ডিএসএ’র উপ-নির্বাচনে হান্নান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত

NewsDetails_01

মোঃ হান্নান
রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সংরক্ষিত সদস্য পদের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন রাঙ্গামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হান্নান। নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম গত রবিবার মোঃ হান্নানকে নির্বাচিত ঘোষণা করেন।
জেলা ক্রীড়া সংস্থার সংরক্ষিত পদের নবনির্বাচিত সদস্য মোঃ মোস্তফা কামালের মৃত্যুতে পদটি শূন্য হয়। পরে এই পদে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৬ এপ্রিল ভোট গ্রহণ হওয়ার কথা ছিল।
নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে একজন মাত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন এবং এ পদে অন্যকোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় নির্বাচন বিধিমালা অনুযায়ী একক প্রার্থী মোঃ হান্নানকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন