রাঙ্গামাটি হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের খোঁজখবর এবং রোগীদের মাঝে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সামগ্রী ও টাকা বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সামগ্রী, নগদ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, ডেপুটি সিভিল সার্জন ডা.নীহার রঞ্জন নন্দী, আরএমও ডা.শওকত আকবর, ইসলামী ব্যাংক রাঙ্গামাটি শাখার ব্যবস্থাপক মো.সানা উল্লাহ উপস্থিত ছিলেন।
এদিন ইসলামি ব্যাংকের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ডেঙ্গু সনাক্তকরণ কীট ও ঔষধপত্র হস্তান্তর করেন। এর মাধ্যমে ডেঙ্গু আক্রান্ত রোগীরা বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসাসেবা নিতে পারবেন।