রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় দু’পক্ষের গোলাগুলিতে বেশকয়েকজন জন নিহত হয়েছে বলে জানা গেছে। বুধবার (০৩ এপ্রিল) দুপুরের কিছু পরে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি এবং স্থানীয় প্রশাসন থেকে এই তথ্য এখনও নিশ্চিত করা হয়নি।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ সাদেক সাংবাদিকদের বলেন, ভোরে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক একটি দলের সঙ্গে আরাকান বিদ্রোহীদের গোলাগুলির ঘটনা ঘটে। তিনি জানান, এতে বেশ কয়েকজন ‘আরাকান বিদ্রোহী’ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ খুঁজছেন।
পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, বিভিন্ন মাধ্যমে আমরা বিষয়টি শুনেছি। তবে এখনো নিশ্চিত নই।