রাঙ্গামাটিতে পরিবার পরিকল্পনা ফ্যাসিলিটেটরদের দিনব্যাপী প্রশিক্ষণ

NewsDetails_01

রাঙামাটিতে পরিবার পরিকল্পনা ফ্যাসিলিটেটরদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

NewsDetails_03

প্রধান অতিথি অংসুইপ্রু চৌধুরী বলেন, পরিবার পরিকল্পনার মাঠ পর্যায়ের কার্যক্রমে গতি বাড়াতে হবে এবং তথ্য জরিপ হালনাগাদ করে বাস্তবচিত্র উপস্থাপন করে সঠিক প্রতিবেদন প্রেরণ করতে হবে। তিনি বলেন, মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ মোকাবিলা করে অনগ্রসর দুর্গম এলাকার জনগোষ্ঠির কল্যাণে কাজ করার জন্য ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের কর্মীদের আরও তৎপর হতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিএফপি ডিরেক্টর (ফিন্যান্স) মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা, বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিরোত্তম তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা: আনোয়ারুল আজিম, ডেপুটি সিভিল সার্জন ডা: নীতিশ চাকমা প্রমূখ।

আরও পড়ুন