রাঙ্গামাটিতে পর্যটকবাহী বাস উল্টে ১৬জন আহত হয়েছে। আজ শুক্রবার (১১অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙ্গামাটি মানিকছড়ি এলাকায় এঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি।
রাঙ্গামাটি মানিকছড়ি পুলিশ ফাঁড়ি কর্মকর্তা মোহাম্মদ রহমান খান পাঠান জানান,আজ শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে ৪২জন পর্যটক নিয়ে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দেয় সালমা যার নং (চট্ট-মেট্রো-জ-১১-০১৩৫) নামে একটি বাস। বাসটি রাঙ্গামাটি শহরের প্রবেশ মুখ মানিকছড়ি এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে চালক গাড়ি নিয়ন্ত্রণ করতে না পারলে ঘটনাস্থলে গাড়িটি উল্টে যায়। এসময় গাড়িতে থাকা যাত্রীরা মারাত্মক আহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সেনাবাহিনী,পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীরা। নিয়ে যাওয়া হয় রাঙামাটি জেনারেল হাসপাতালে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল সুত্রে জানা যায়, প্রায় ১৬জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ১৪জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ২জন চিকিৎসাধীন রয়েছে। তবে এঘটনায় কেউ মারা যায়নি।