রাঙ্গামাটিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

NewsDetails_01

রাঙ্গামাটি শহরের পুলিশ লাইনে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যার পর কোন এক সময়ে পুলিশ লাইনে নিজ কক্ষে ফরহাদ আলম (২৪) নামে ওই কনস্টেবল সিলিং ফ্যানে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে। রাত সাড়ে ৮টার দিকে পুলিশ এসে কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে কনস্টেবল ফরহাদ আত্মহত্যা করতে পারে। ফরহাদ বগুড়া জেলার সোনাতলা থানা এলাকার আব্দুল ওহাবের ছেলে। ফরহাদ রাঙ্গামাটি কোতয়ালী থানায় কর্মরত। তিনি পরিবার নিয়ে পুলিশ কোয়ার্টারে থাকতেন। কয়েকদিন আগে অন্তস্বত্তা স্ত্রীকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন তিনি। পরে শুক্রবার সন্ধ্যার পরে তিনি আত্মহত্যা করেন।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঠিক কি কারণে আত্মহত্যা করতে পারেন, এখনো নিশ্চিত নই। ময়নাতদন্ত শেষে মরহেদ পরিবারের হাতে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন