রাঙ্গামাটিতে প্রধানমন্ত্রীর ঘর পে‌লেন ৬২৩ ভুমি ও গৃহহীন পরিবার

NewsDetails_01

মুজিববর্ষ উপলক্ষে রাঙ্গামাটিতে ৬২৩ জন ভুমি ও গৃহহীন পরিবারকে ২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর দেয়া ঘর হস্তান্তর করা হয়েছে।

আজ রবিবার(২০জুন) সারাদেশের ন্যায় রাঙ্গামাটিতেও গৃহহীনদের মাঝে গৃহ প্রদান কার্যক্রমের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

NewsDetails_03

রবিবার সকাল ১১ টায় রাঙ্গামাটি জিমনেসিয়ামে অনুষ্ঠিত গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে চাবি তুলে দেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এসময় জেলা রাঙ্গামাটি প্রশাসক মোঃ মিজানুর রহমান, সা‌বেক মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফা‌তেমা তুজ জোহরা উপমা সহ সরকারীবেসরকারী কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন এলাকার মতো রাঙ্গামাটিতে ও ৬২৩ টি পরিবারের ভুমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ নির্মান করে তা হস্তান্তর করা হয়।

আরও পড়ুন