রাঙ্গামাটিতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

NewsDetails_01

রাঙ্গামাটিতে জনসংহতি সমিতির স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদারকে সিংহ প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে
জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির ২৯৯ নং আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ প্রতীক বরাদ্দ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ উপস্থিত ছিলেন ।
পাহাড়ী জেলা রাঙ্গামাটির একটি মাত্র আসনে আওয়ামী লীগের দীপংকর তালুকদারকে নৌকা,বিএনপির মনি স্বপন দেওয়ানকে ধানের শীষ, জনসংহতি সমিতির স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদারকে সিংহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ জসিম উদ্দিনকে হাতপাখা, জাতীয় পার্টির (এরশাদ) এ্যাডভোকেট পারভেজ তালুকদারকে লাঙ্গল, ওয়ার্কাস পার্টির জুঁই চাকমাকে কোদাল প্রতীক দেয়া হয়।

আরও পড়ুন