রাঙ্গামাটিতে পৌরসভা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের বঙ্গবন্ধু ও ছাত্রীদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। রবিবার সকালে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে টুর্নামেন্ট উদ্বোধন করেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, সহ উপজেলা শিক্ষা অফিসার তাপসী চাকমাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
উদ্বোধনী দিনের খেলায় নিউ রাঙ্গামাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭-০ গোলে আমানতবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং কাটাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে রাজা নলিনাক্ষ রায় সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। পৌরসভা পর্যায়ের খেলায় ২৭টি বিদ্যালয় অংশ নিচ্ছে।