রাঙ্গামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

NewsDetails_01

রাঙ্গামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সভা
‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূলশক্তি’ এ প্রতিপাদ্যে রাঙ্গামাটি সদরে ২ দিনব্যাপী ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত¡বধানে ও পৃষ্ঠপোষকতায় আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্তরে এ মেলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ। অন্যদের মধ্যে উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আ প্রু মারমা, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক, ডাঃ শামীমা হোসেন ভুইঁয়া উপস্থিত ছিলেন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ২২টি স্টল এর মাধ্যমে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা অংশ গ্রহন করে।

আরও পড়ুন