শিশু একাডেমীর জেলা সংগঠক অর্চনা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ। এসময় জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন,‘ আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের আদর যতœ দিয়ে সঠিকভাবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার দেশের শিশুদের জন্য শিশু অধিদপ্তর খোলার চেষ্টা করছে। শিশুদের সঠিকভাবে গড়ে তুলার জন্য সরকার সব সময় কাজ করে যাবে।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পরে শিশু কিশোরদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।