রাঙ্গামাটিতে সাংবাদিকদের সাথে সনাক এর মতবিনিময়

smart
রাঙ্গামাটিতে সাংবাদিকদের সঙ্গে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর মতবিনিময় সভা আজ বুধবার দুপুরে শহরের রাজবাড়ী এলাকার সনাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে সংবাদ মাধ্যমের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি সনাকের সভাপতি অমলেন্দু হাওলাদার। এছাড়া বক্তব্য রাখেন দৈনিক গিরিদর্পন সম্পাদক একে এম মকছুদ আহমেদ,সনাকের রাঙ্গামাটির সহ সভাপতি এস এম মিন্টু, ডাঃ রনজিৎ নাথ। স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য মুজিবুল হক বুলবুল।
সভায় বক্তারা বলেন,দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ গঠনে টিআইবি কাজ করে যাচ্ছে। বিভিন্ন দেশের দুর্নীতির অবস্থান নির্ণয় ও দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে সনাক।

আরও পড়ুন