রাঙ্গামাটিতে সিএনজি উল্টে নিহত ১ : আহত ৪

রাঙ্গামা‌টি শহরের যুব উন্নয়ন এলাকায় সিএনজি উল্টে মোঃ ফারুক নামে (৪৫) এক শ্র‌মিক নিহত হয়েছেন। আহত হওয়া অন্যরা হলেন রেজাউল (৩৫),আমান উল্লাহ (২২), রায়হান (২৩) লু‌ম্বিনী চাকমা (৫)।

পুলিশ সূত্র জানায়,আজ শুক্রবার(২০সেপ্টেম্বর) ৯টার দিকে ভেদভেদী-আসামবস্তী সড়কে যুব উন্নয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে। এরমধ্যে একজন শিশুও রয়েছে। বা‌কিরা সকলে নির্মান শ্র‌মিক ও চাপাইনবাবগ‌ঞ্জের বা‌সিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,ভেদভেদী-আসামবস্তী সড়কের যুব উন্নয়ন এলাকায় ৫ জন যাত্রীসহ সিএন‌জি উল্টে যায়। পরে প্রত্যক্ষদর্শীরা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাঙ্গাম‌টি জেনা‌রেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন