রাঙ্গামাটিতে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

NewsDetails_01

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে রাঙ্গামাটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

NewsDetails_03

আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামা‌টি অাস‌নের সাংসদ দীপংকর তালুকদার এমপি।

রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন রোমান, আওয়ামী ওলামালীগের সভাপতি ক্বারী মোঃ ওসমান গণি, রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ শাহাজাহান প্রমূখ। দোয়া ও মিলাদ মাহফিল শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দ।

আরও পড়ুন