দীর্ঘ চার বছর পর রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ১ম বিভাগ ফুটবল লীগ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকেলে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।
জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ। এসময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এ্যাড: মামুনুর রশিদম মামুন, বরুন বিকাশ দেওয়ান, সাধারণ সম্পাদক শফিউল আজম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। দেশ ও নিজেকে বিশ্বের বুকে তুলে ধরতেও খেলাধুলার কোনো বিকল্প নেই। পার্বত্য ক্রীড়ার উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সবধরণের সহযোগিতা করে যাবে।
লীগের উদ্বোধনী খেলায় ছদক ক্লাব ১-০ গোলে উইন স্টার স্পোটিং ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন ক্লাবের বিদেশি খেলোয়াড় কস্টা।