রাঙ্গামাটিতে ১৪ মামলার আসামী বাদশা গ্রেফতার
রাঙ্গামাটির মাদক সম্রাট নামে খ্যাত বাদশা আলমকে অবশেষে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
গত শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের বনরুপা বাজার সংলগ্ন হ্যাপি মোড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাকে গ্রেফতার করে। আজ রোববার (২২সেপ্টেম্বর) তাকে মিডিয়ার সামনে আনা হয়।
সূত্রে জানা গেছে, এসআই মনিরুল ইসলাম ও এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বনরুপা বাজার সংলগ্ন হ্যাপি মোড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে বাদশাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে ১৪টি মাদকের মামলা রয়েছে বলে জানা গেছে।