জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি ২৯৯ আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৪ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও রাঙ্গামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদের কাছে প্রত্যাহারপত্র জমা দেন তারা। বাকী ৬ প্রার্থী এ আসনটিতে সংসদ নির্বাচনে নিজ নিজ দলের হয়ে প্রতিদ্বন্ধিতা করবেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ জানান, রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রাঙ্গামাটি ২৯৯ আসনে বিএনপির অতিরিক্ত প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান, তিন স্বতন্ত্র প্রার্থী শান্তি দেব চাকমা, শরৎ জ্যোতি চাকমা ও সচিব চাকমা প্রত্যাহারপত্র জমা দেন।