রাঙ্গামাটিতে ৮০ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

NewsDetails_01

রাঙ্গামাটিতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো বিষয়ক সাংবাদিকদের সঙ্গে অবহিতকরণ সভা
অপুষ্টিজনিত অন্ধত্ব দুর করতে এবং শিশু মৃত্যু প্রতিরোধে রাঙ্গামাটিতে জেলা পর্যায়ে ৭৯ হাজার ৮৮৪ জন শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার সকালে রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন (১ম রাউন্ড) বিষয়ক সাংবাদিকদের সঙ্গে অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী।
সভায় আরও জানানো হয়, আগামী ২২ জুন রাঙ্গামাটিতে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের ১ম রাউন্ড অনুষ্ঠিত হবে। এ রাউন্ডে জেলার মোট ১৩১৫টি কেন্দ্রে ৭৯ হাজার ৮৮৪টি শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ১৭৮ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল (এক লাখ আই ইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭০ হাজার ৬৯৬জন শিশুকে লাল রঙের ক্যাপসুল (দুই লাখ আই ইউ) খাওয়ানো হবে। ঐ দিন যারা বাদ পড়বে, তাদের পরবর্তীতেও খাওয়ানো যাবে বলে জানানো হয়।
এর আগে সভায় ভিটামিন ‘এ প্লাস’ বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. মাকসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক গিরিদর্পন সম্পাদক একে এম মকছুদ আহমেদ, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক ও রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা প্রমুখ।

আরও পড়ুন