বিলাইছড়ি থানা সুত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়নের তারাছড়ি গ্রাম থেকে তাদেরকে অস্ত্রসহ আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে একটি একে-২২ মেশিনগান,এসএমজি একটি,৩ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৩ টি ছোড়া পাওয়া গেছে।
এদিকে, বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন আটককৃতরা সকলে জেএসএস এর সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে।