রাঙ্গামাটির ৪০টি পূজা মন্ডপে জেলা পরিষদের অনুদান প্রদান

NewsDetails_01

অনুদান প্রদান করছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা
রাঙ্গামাটি জেলার ৪০টি পূজা মন্ডপে জেলা পরিষদের পক্ষ থেকে অনুদান বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এই অনুদান বিতরণ করেন।
এসময় জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, সবির কুমার চাকমা, স্মৃতি বিকাশ ত্রিপুরা, রেমলিয়ানা পাংখোয়া, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, রাঙ্গামাটি পূজা উদযাপন পরিষদ এর সভাপতি শিক্ষক বাদল কান্তি দে, সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজনসহ পূজা মন্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। সকল ধর্ম-বর্ণের মানুষের কল্যাণে বর্তমান সরকার কাজ করে চলেছে। তিনি আরো বলেন, সরকার প্রতিটি মন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। তিনি আগামীতেও জনমানুষের এ সরকারের পাশে থাকতে সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে শেষে জেলার ১০টি উপজেলার ৪০টি পূজা মন্ডপের প্রতিনিধিদের হাতে ১মেট্রিক টন করে খাদ্য শস্য অনুদান হিসেবে তুলে দেওয়া হয় ।

আরও পড়ুন