রাঙ্গামাটি জেলার নিউ পুলিশ লাইন্স (সুখীনীলগঞ্জ) এ জেলা পুলিশ সদস্যদের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। আজ রোববার (১ সেপ্টেম্বর) সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় এ সভায় জেলার পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন এবং উপস্থাপিত সমস্য সামাধানে পুলিশ সুপার সংশ্লিস্ট ইউনিটকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন।
এদিন জেলা কল্যাণ তহবিল হতে শারীরিক অসুস্থতার জন্য দুই পুলিশ সদস্যকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল মোঃ জুনায়েত কাউছার, সহকারী পুলিশ সুপার আব্দুল আউয়াল চৌধুরী সহ জেলা পুলিশের উর্ধ্বতন অফিসার ও সদস্যবৃন্দ।