রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন প্রকল্প ব্যয় ৫৯ কোটি এবং সংস্থাপন ব্যয় ১১ কোটি টাকা ধরা হয়েছে। এর মধ্যে নিজস্ব আয় তিন কোটি এবং সরকারের থোক বরাদ্দ ৭০ কোটি টাকা। বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক হোসেন, সদস্য হাজি মুছা মাতব্বর, সাধন বিকাশ চাকমা, স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, রেমলিয়ানা পাংখোয়া, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, ত্রিদিব দাশ, সবির কুমার চাকমা, সান্ত্বনা চাকমা, সহ পরিষদের কর্মকর্তারা।