রাঙ্গামাটি শহরের তবলছড়ি থেকে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক দুজন হলেন: মাষ্টার কলোনীর সুনীল সরকারের ছেলে নয়ন সরকার (২৫) ও কাঠালতলী এলাকার রুপম দাশ এর ছেলে হৃদয় দাশ।
ডিবি পুলিশের ওসি হুমায়ুন কবির বলেন, আটক দুজন ক্রেতার জন্য অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তবলছড়ি থেকে ইয়াবাসহ এদের আটক করা হয়। এসময় দুজনের কাছ থেকে ১০ পিস ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটক দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।